নিজস্ব সংবাদদাতা : আবারও ঘূর্ণাবর্তের প্রভাবে বদলে যেতে চলেছে বাংলার আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ ও বাংলাদেশের সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প রাজ্যের দিকে ধেয়ে আসছে। ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
/anm-bengali/media/media_files/8utbz69TOI46qriKRhLE.jpg)
এই ঘূর্ণাবতের কারণে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুধু বৃষ্টি ও ঝোড়ো হাওয়া নয়, কিছু কিছু জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়া ও ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। শুক্র এবং শনিবারের পরে রবিবারও দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সোমবার থেকে এই বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।
/anm-bengali/media/media_files/s9bharYuXaUaY7c2dhFG.jpg)
উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রবিবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার—এই পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।