‘ডাক্তারের ডিগ্রি জাল প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’: রাজেন্দ্র শুক্লা
৩০ শতাংশ বাজার দখল করে এগিয়ে ওলা! বাজাজ অটো, টিভিএস মোটরের সঙ্গে জোরদার প্রতিযোগিতা
ফের বাড়ল রান্নার গ্যাসের দাম! মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ
আলো এলেও শান্তি এলো না! অন্ডালে বিদ্যুৎ সংযোগের ছয় বছর পর এল বিশাল বিল
একাধিকবার দেওয়ানি বিতর্কে ফৌজদারি মামলা! সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে উত্তরপ্রদেশ পুলিশ
হাড়হিম করা ঘটনা! উত্তরাখন্ডে পোড়া গাড়ি থেকে উদ্ধার মহিলার কঙ্কাল!
জলপাইগুড়িতে রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কে অগ্নিকাণ্ডের ঘটনা! আতঙ্ক ছড়িয়েছে এলাকায়
নারী নির্যাতনের ঘটনায় কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর কুমন্তব্য, তীব্র প্রতিবাদ বিজেপির
লিসবনে গার্ড অফ অনার সম্মান পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

আবার বৃষ্টি! শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা, শিলাবৃষ্টির সম্ভাবনাও

ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা।

author-image
Debapriya Sarkar
New Update
Rain

নিজস্ব সংবাদদাতা : আবারও ঘূর্ণাবর্তের প্রভাবে বদলে যেতে চলেছে বাংলার আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ ও বাংলাদেশের সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প রাজ্যের দিকে ধেয়ে আসছে। ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

Rain

এই ঘূর্ণাবতের কারণে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুধু বৃষ্টি ও ঝোড়ো হাওয়া নয়, কিছু কিছু জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়া ও ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। শুক্র এবং শনিবারের পরে রবিবারও দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সোমবার থেকে এই বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।

rain

উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রবিবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার—এই পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।