নিজস্ব সংবাদদাতা : ডিলিমিটেশন ইস্যু নিয়ে সমগ্র তামিলনাড়ু জুড়েই ক্রমশ তীব্র হচ্ছে রাজনৈতিক চাপানউতোর। আর এবার এই বিষয়েই মুখ খুললেন এমডিএমকে সাংসদ দুরাই ভাইকো। তিনি বলেন, ''আমরা ডিলিমিটেশনের বিরুদ্ধে নই, তবে এই পদক্ষেপ অবশ্যই ন্যায্য হতে হবে। তামিলনাড়ুসহ দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্যগুলির আসন সংখ্যা কমানো উচিৎ নয়।"
/anm-bengali/media/media_files/2025/03/27/XwXTz3mFVHnij8UVMmsx.jpeg)
এছাড়াও তিনি বলেন, "বর্তমানে লোকসভায় তামিলনাড়ুর আসনের হার ৭.২%। এটি বজায় রাখা একান্তই প্রয়োজন। উত্তর ভারতের কিছু রাজ্য জনসংখ্যা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, কিন্তু আমরা সফল হয়েছি। আর আজ তাদেরকে বেশি রাজনৈতিক প্রতিনিধিত্ব দেওয়া মানে, তা আসলে দক্ষিণী রাজ্যগুলিকে শাস্তি দেওয়ার সমান।"