নিজস্ব সংবাদদাতা: ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে উত্তরপ্রদেশের মন্ত্রী দানিশ আজাদ আনসারি এদিন দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দেন। এদিন তিনি বলেন, “আমি এই ঈদে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এটি ভ্রাতৃত্বের উৎসব। কেন্দ্রে মোদীজি এবং উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগীকে নিয়ে এই ডাবল ইঞ্জিন সরকার রাজ্যের মাটিতে আন্তরিকভাবে কাজ করেছে। আমি একটি বার্তা দিতে চাই যে আমাদের সকলের উচিত ২০৪৭ সালের বিকশিত ভারত লক্ষ্যে কাজ করা”।
/anm-bengali/media/media_files/2025/03/31/0zs7yoU6b4ywUGd8aFZX.PNG)