নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে বায়ু দূষণের পরিমাণ মারাত্মক বেড়ে গিয়েছে। পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। স্কুলের পর কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জহর লাল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আসতে নিষেধ করা হয়েছে। এছাড়াও দিল্লি ও তার পার্শ্ববর্তী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২ নভেম্বর অর্থাৎ শুক্রবার পর্যন্ত অনলাইনে ক্লাস হবে। তবে পরীক্ষার সূচি ও স্থান অপরিবর্তিত রয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে।