নিজস্ব সংবাদদাতা : এবার বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি বলেন, "রাহুল গান্ধী আজ বিহারে এসেছেন। তিনি যেখানেই যান, সেখানেই প্রথমে নিজের জোট ও নিজের দলের জন্য সমস্যা তৈরি করেন। এখন তিনি এখানে এসেছেন তেজস্বী যাদবের জন্য সমস্যা তৈরি করতে।"
/anm-bengali/media/media_files/JDY261urYIKnQ67fdzVE.jpg)
এরপর তিনি বলেন, "লালুপ্রসাদের দল বিহারে 'জঙ্গল রাজ' চালু করেছিল। কিন্তু এখন রাজ্যের মানুষ শুধু উন্নয়ন চায়, অরাজকতা নয়।"