নিজস্ব সংবাদদাতা: কাশ্মীরের উধমপুর জেলার থালোরা এবং চাই গ্রামে স্থানীয় কৃষকদের তাদের খামার থেকে স্ট্রবেরি সংগ্রহ করতে শুরু করেছেন। কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের কারণে ও বাজারের দাম ভালো হওয়ায় জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় স্ট্রবেরির উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এই প্রসঙ্গে থালোরা গ্রামের একজন স্ট্রবেরি চাষী বিনোদ শর্মা বলেন, "এবার আমি কানাল স্ট্রবেরি লাগিয়েছি। গত পাঁচ বছর ধরে আমি স্ট্রবেরি চাষ করছি। আমি ২-২.৫ কানাল জমি দিয়ে শুরু করেছিলাম। আমার ভালো আয় হয়। (উদ্যান) বিভাগ থেকে অনেক সুবিধা পাওয়া যায়। আমি প্রতি কানালের জন্য ১৩,০০০ টাকা ভর্তুকি পাই। এই বিভাগ আমাকে একটি বোরওয়েলও দিয়েছে। পাখিদের দূরে রাখার জন্য আমাকে নেট অন ভর্তুকিও দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক প্রকল্প রয়েছে। সরকারের অনেক প্রকল্প রয়েছে যেখানে ৯৫% পর্যন্ত ভর্তুকি রয়েছে।"
/anm-bengali/media/media_files/2025/03/22/fjhqwnPRlyHigzmyVVbw.JPG)