এবার কি শিবসেনা ইউবিটি-ও কংগ্রেস থেকে সরে দাঁড়াল? সঞ্জয় রাউতের কথায় মিলছে এমনই ইঙ্গিত

'আমরা নাগপুরে নিজেদের লড়াই নিজেরাই লড়ব'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sanjay Raut

File Picture

নিজস্ব সংবাদদাতা: শিবসেনা ইউবিটি সাংসদ সঞ্জয় রাউত এদিন বলেন, “আমরা মুম্বাই এবং নাগপুর পৌর কর্পোরেশনে নিজেদের লড়াই করব, যা ঘটবে তা ঘটবে। আমাদের নিজেদেরই দেখতে হবে। আমরা নাগপুরে নিজেদের লড়াই নিজেরাই লড়ব। উদ্ধব ঠাকরে আমাদের এমন ইঙ্গিত দিয়েছেন। আমি এখনই আমাদের শহর শিবসেনা প্রধান প্রমোদ মানমোদের সাথে আলোচনা করছি। জোটে কর্মীরা লোকসভা এবং বিধানসভায় লড়াই করার সুযোগ পান না। এটি দলের উপর, আসলে দলের বৃদ্ধির উপর প্রভাব ফেলছে। আমাদের পৌর কর্পোরেশন, জেলা পরিষদ এবং নগর পঞ্চায়েতে নিজেদের লড়াই করা উচিত এবং আমাদের দলকে শক্তিশালী করা উচিত”।

shivsena ubt