নিজস্ব সংবাদদাতা: পাটনাতে আজ 'জমির বিনিময়ে জমি' কেলেঙ্কারির ঘটনায় আরজেডি প্রধান লালু যাদব এবং দলের নেত্রী মিসা ভারতীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবার দেখা গেল যে সেখানে ইডি অফিসের ভেতরে ছাতু পাঠানো হচ্ছে।
"জমির বিনিময়ে জমি" কেলেঙ্কারিতে প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব ২০০৪-২০০৯ সালের মধ্যে নিজের বা তার পরিবারকে জমি দানের বিনিময়ে রেলে চাকরি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে, যার ফলে পাটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত চালিয়ে যাচ্ছে।
/anm-bengali/media/media_files/2025/03/19/7RySaefk5MrhMGoTwbxe.PNG)