আরজি কর মামলার রায়দান: আদালতের ন্যায় বিচারের অপেক্ষায় আজ গোটা দেশ!

'ধর্ষণ ও হত্যাকারী অভিযুক্তদের আমরা মৃত্যুদণ্ড দাবি করছি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Rg kar

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ শিয়ালদহ আদালত আরজি কর ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা করবে। এদিন এই প্রসঙ্গে FAIMA-এর প্রধান পৃষ্ঠপোষক ডাঃ রোহন কৃষ্ণান বলেন, “পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে কর্তব্যরত ডাক্তারকে ধর্ষণ ও হত্যাকারী অভিযুক্তদের আমরা মৃত্যুদণ্ড দাবি করছি। আমরা মৃতের পরিবারের সাথে আছি এবং আশা করি আদালত ন্যায়বিচার করবে”।

Rg kar