নিজস্ব সংবাদদাতা : সুমি সীমান্তে রুশ আগ্রাসন ঠেকাতে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। বর্তমানে বাসিভকা, নভেনকে, ঝুরাভকা ও ভেসেলিভকা গ্রামের কাছে, রুশ বাহিনীর সাথে ইউক্রেনের সেনাবাহিনীর সংঘর্ষ চলছে।
/anm-bengali/media/media_files/2025/01/05/AfJwwsTbImJoKo1WjoNj.jpg)
রুশ বাহিনী ফ্রন্টলাইনে ৭ কিমি পর্যন্ত অগ্রসর হয়েছে।