নিজস্ব সংবাদদাতা : আজ ওয়াকফ বিরোধী বিক্ষোভ প্রদর্শনীর ফলে উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদ। ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় ধুলিয়ান গঙ্গা ও নিমতিতা স্টেশন। ধুলিয়ান গঙ্গা ও নিমতিতা স্টেশনের মধ্যবর্তী লেভেল ক্রসিং-এর, গেট নম্বর ৪৩-এ ব্যাপক ক্ষতি হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/03/12/qzyTWQcvLeO0Tn3Dy03U.webp)
এখানকার ইলেকট্রিক লিফটিং ব্যারিয়ার, স্লাইডিং বুম, প্যানেল ও রিলে ঘর ভাঙচুর করা হয়েছে। প্রায় সন্ধ্যা ৮:৩০ মিনিটে এই বিক্ষোভ প্রদর্শনী প্রত্যাহার হয়। এরপর রাত প্রায় ৯:৫০ মিনিট নাগাদ রেল ট্র্যাকটিকে ফিট ঘোষণা করা হয়।