নিজস্ব সংবাদদাতা : আজ দিল্লির শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কথা বলতে গিয়ে বড় দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি বলেন, ''দিল্লির শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত, যা দেশের মধ্যে সেরা হবে এবং রাজধানীর মর্যাদার সঙ্গে মানানসই হবে। এর জন্য সবার সহযোগিতা দরকার।"
/anm-bengali/media/media_files/2025/02/19/5J8Tj5O7Uu7RRkt5HzNR.png)
এছাড়াও এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ''আজ শিক্ষা ও স্কুলের সঙ্গে যুক্ত, নানান ব্যক্তিদের সাথে অনেক বিষয়ে আলোচনা হয়েছে। তারা তাদের মতামত জানিয়েছেন। আমি মনে করি, এই আলোচনা 'বিকশিত দিল্লি'র স্বপ্ন পূরণের জন্য খুবই উপকারী হবে।"