নিজস্ব সংবাদদাতা : পাখির চোখ এখন বিহার বিধানসভা নির্বাচন। আর এবার এই বিহার বিধানসভা নির্বাচনের আগেই, বেগুসরাইয়ে ঝড় তুললেন রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন বেগুসরাইয়ের কংগ্রেস ইনচার্জ কানহাইয়া কুমার। রাজ্যের যুবকরা রাজ্যে চাকরি পাচ্ছেন না, তাদের চলে যেতে হচ্ছে রাজ্যের বাইরে। মূলত এই দাবিকে কেন্দ্র করেই আজ বড় ধরণের আন্দোলন করেনা বিহারের যুবকরা। আন্দোলনের নাম দেওয়া হয় ‘পলায়ন রোকো, নকরী দো’।
/anm-bengali/media/media_files/GfKiw92OVpOC3vQljCB6.jpg)
এই বিষয়ে রাহুল গান্ধী বলেন, “বিহারের তরুণ-তরুণীরা শিক্ষা ও কর্মসংস্থানের অভাবে আজ রাজ্য ছাড়তে বাধ্য হচ্ছে। আমরা চাই, সবাই নিজের রাজ্যেই সম্মানজনক কাজ পাক।”