নিজস্ব সংবাদদাতা: সংরক্ষণ নিয়ে তাঁর মন্তব্যকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমেরিকা সফরে গিয়ে এমনই মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, তিনি সংরক্ষণের বিরুদ্ধে নন। বর্তমানে সংরক্ষণ ৫০ শতাংশ রয়েছে। কিন্তু সংরক্ষণকে ৫০ শতাংশ থেকে এগিয়ে নিয়ে যেতে চান বলে জানিয়েছেন রাহুল গান্ধী। লোকসভা নির্বাচনে সংরক্ষণ নিয়ে শাসক-বিরোধী উভয়ই সুর চড়িয়ে ছিল। সরকার গঠন হয়ে যাওয়ার পরেও তার শেষ নেই। আমেরিকায় গিয়ে সেই সংরক্ষণ নিয়েই ফের মুখ খুলেছেন রাহুল গান্ধী।।