ছড়াচ্ছে মাঙ্কিপক্স, বিশেষ আলোচনায় বসলেন জে পি নাড্ডা

আগাম সতর্কতা কেন্দ্রের।

author-image
Adrita
New Update
ষ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে ছড়াচ্ছে মাঙ্কিপক্স। গোটা বিশ্বেও ব্যাপকভাবে ছড়িয়ে গিয়েছে এই ভাইরাস। ইতিমধ্যে এই রোগে বিশ্বে ৪৫০ জনের মৃত্যু হয়েছে। 

DD News on X: "Dr P K Mishra, Principal Secretary to the Prime Minister  chaired a high-level review today on preparedness for M.Pox disease.  Secretaries and senior officials of Health, Home, Disaster

এই পরিস্থিতিতে বিশেষ বৈঠক ডেকেছেন জেপি নড্ডা। এই পরিস্থিতিতে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে লিখিত বিবৃতি দিয়ে জানানো হয়েছে, '' পরিস্থিতির গুরুত্ব বুঝে সমস্ত বন্দর, বিমানবন্দর ও গ্রাউন্ড ক্রসিংগুলিতে জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া পুনরায় চালু করা হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন পরীক্ষাকেন্দ্রগুলিতে মাঙ্কি ভাইরাসের নমুনা যাচাইয়ের প্রক্রিয়া চালু করতে হবে, রোগ নির্ধারণের জন্য সমস্ত ব্যবস্থা ঠিকঠাক পরিচালনা করা হচ্ছে কি না, সে দিকেও নজর রাখতে হবে। কোনও রোগী মাঙ্কিপক্সে আক্রান্ত হলে তার নিভৃতবাস ও চিকিৎসার ব্যবস্থাও সুনিশ্চিত করতে হবে। '' 

Monkeypox Cases: Deadly Mpox Variant On The Rise; Sweden, Pakistan Confirm  1st Cases

 এ ক্ষেত্রে উল্লেখ্য যে, এই ভাইরাসে আক্রান্ত হলে, সেই ব্যক্তিকে আলাদা থাকার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা।  

mpox virus: What is monkey pox? Has WHO declared it as a pandemic? Is it  worse than covid? - The Economic Times

Adddd