স্পোর্টস্টার এসেস অ্যাওয়ার্ডস ২০২৫: সেরা সম্মান পেলেন মনু ভাকের ও পি.আর. শ্রীজেশ

মনু ভাকের,শুটিংয়ে তার অসাধারণ পারফরম্যান্সের জন্য ক্রীড়া জগতের এই বিশেষ স্বীকৃতি পেলেন, আর শ্রীজেশ হকিতে তার অসামান্য অবদানের জন্য সম্মানিত হলেন।

author-image
Debjit Biswas
New Update
MANU BHAKER

নিজস্ব সংবাদদাতা : স্পোর্টস্টার এসেস অ্যাওয়ার্ডস ২০২৫-এ শীর্ষ সম্মান পুরস্কার জিতলেন ভারতীয় শুটার মনু ভাকের ও হকি তারকা পি.আর. শ্রীজেশ। মনু ভাকের,শুটিংয়ে তার অসাধারণ পারফরম্যান্সের জন্য ক্রীড়া জগতের এই বিশেষ স্বীকৃতি পেলেন, আর শ্রীজেশ হকিতে তার অসামান্য অবদানের জন্য সম্মানিত হলেন। ভারতীয় ক্রীড়াঙ্গনের উজ্জ্বল এই তারকাদের এই বিশেষ অর্জন দেশকে আরও গর্বিত করেছে।