জয় ঘোষণার পরের দিনই প্রতিশ্রুতি পূরণের চেষ্টা! কী বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী

জয় ঘোষণার পরেই কী বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ?

author-image
Tamalika Chakraborty
New Update
eknath shindeq1.jpg

নিজস্ব সংবাদদাতা:  মাঝি লাডকি বাহিন যোজনার সাথে সম্পর্কিত একটি ইভেন্ট চলাকালীন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, "আমি আপনাদের সকলের সাথে আছি, আমাকে নির্বাচিত করার জন্য আমি সকল মাঝি লাডকি বাহিনকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই মহাযুতিকে বেছে নিয়েছেন, যেমন আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা ২১০০ টাকা দেব। আমার সব বোনেরা এই সরকারকে আবার বেছে নিলাম আমরা মহারাষ্ট্রের বৃদ্ধির জন্য কাজ করছি।" শনিবার মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে মহাযুতি জোট ব্যাপক আসনে জয়ী হয়েছে। বিজেপি নেতৃত্বাধীন জোটের তরফে জানানো হয়েছে, এই জয় ঐতিহাসিক।