নিজস্ব সংবাদদাতা: মুম্বই হামলার মাস্টারমাইন্ড তাহাব্বুর হুসেন রানাকে রবিবার টানা জিজ্ঞাসাবাদ করে এনআইএ। সেখান থেকেই একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ২০০৫ সাল থেকে মুম্বই হামলার পরিকল্পনা করেছিলেন তাহাব্বুর হুসেন রানা। তাঁকে যোগ্য সহাযতা করছিলেন পাকিস্তানি-আমেরিকান সন্ত্রাসী ডেভিড কোলম্যান হেডলি। এআইএ-এর তরফে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে দুবাইয়ের এক ব্যক্তির নাম বার বার উঠে এসেছে। জানা গিয়েছে, দুবাইয়ের ওই ব্যক্তি হেডলির অনুরোধে রানার সঙ্গে দেখা করেছিলেন। তবে তাঁরা ভারতে কোনও বৈঠক করেননি। ওই ব্যক্তির সঙ্গে রানা দুবাইয়ে বৈঠক করেছিলেন বলে এনআইএ সূত্রে জানা গিয়েছে।
/anm-bengali/media/media_files/2024/12/20/1000130124.jpg)