নিজস্ব প্রতিনিধি: "প্রকৃতি বাঁচলে, আমরা বাঁচব, প্রকৃতি হাসলে, আমরা হাসব", এই বার্তা কে সামনে রেখে দাসপুর ২ ব্লকের কামালপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সবুজ বাঁচানোর লক্ষ্য নিয়ে লাগানো হলো সুপরি গাছ।
জানা যাচ্ছে, এদিন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস, দাসপুর ২ সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রবীর কুমার সিট, ব্লক কর্মাধ্যক্ষ ও কামালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সহ আরো অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
জানা যাচ্ছে, ওই গ্রাম পঞ্চায়েতের অধীন খানখানচক এলাকার বিভিন্ন প্রান্তে ২ হাজারেরও বেশি সুপারি গাছ লাগানো হয়। পাশাপাশি এদিন ওই গ্রাম পঞ্চায়েতের কেশবচক উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ও বন্ধু মহল ক্লাবের ছাত্র-ছাত্রীদের গাছ লাগাও প্রাণ বাঁচাও বার্তা দেওয়া হয়।