নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ বিলের প্রতিবাদের আড়ালে মুর্শিদাবাদে হিন্দুদের ওপর সংখ্যালঘু তাণ্ডবে ঘর ছাড়তে হয়েছে বহু মানুষকে। এবার বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি একটি ভিডিও প্রকাশ করে বড় প্রশ্ন তুলে দিলেন।
/anm-bengali/media/post_attachments/cbb4c559-671.png)
তিনি ট্যুইট করে বলেন, "এই ৬ দিনের শিশুর কোনো অপরাধ নেই। ওর একমাত্র “অপরাধ” হলো, সে এমন এক পরিবেশে জন্ম নিয়েছে যেখানে রাজনীতি, হিংসা আর দমন-পীড়ন শিশু পর্যন্তকেও রেহাই দেয় না। ঘরছাড়া হওয়া মানে শুধু একটা বাড়ি হারানো নয়—এটা নিরাপত্তা, শান্তি আর শিশুকাল হারানোর শোকের নাম। এই বাচ্চাটাও যে ঘরছাড়া হয়েছে, সেটাই প্রমাণ করে—অমানবিকতা কতটা নিচে নামতে পারে। এই ধরনের ঘটনা শুধু রাজনৈতিক দলের মুখোশ খুলে দেয় না, আমাদের সমাজের নৈতিকতা, প্রশাসনের নির্লজ্জ নিরবতা, এবং মানবাধিকার রক্ষার ব্যর্থতাকেও স্পষ্ট করে তোলে। এই ৬ দিনের শিশুর কি অপরাধ একটু বলবেন ?" তরুণজ্যোতি তিওয়ারির এই ভিডিও ট্যুইট ঘিরে চর্চা শুরু হয়েছে।