নিজস্ব সংবাদদাতা: যদিও পাকিস্তান বার বার জম্মু ও কাশ্মীরে জঙ্গি মদতের অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু তারমধ্যেই শনিবার রাতে তিন জইশ ই মহম্মদের জঙ্গি নিহত হয়েছে ভারতীয় নিরাপত্তারক্ষীদের গুলিতে। সেখান থেকে পাকিস্তানের সঙ্গে জঙ্গিদের যোগের একাধিক প্রমাণ পাওয়া গিয়েছে। নিহত তিন পাক জঙ্গির কাছ থেকে লাহোরে তৈরি অস্ত্র এবং অস্ত্রোপচারের ব্যান্ডেজ উদ্ধার করা হয়েছে।
/anm-bengali/media/media_files/7lpdLQAjDidkB06YoQ7H.jpg)
প্রসঙ্গত, তিন পাক- জঙ্গি সাইফুল্লাহ (জইশ কমান্ডার), ফরমান এবং বাশা জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলার তুষারাবৃত এলাকায় ৪৮ ঘন্টা ধরে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত হন। তাদের প্রত্যেকের মাথার জন্য ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তাদের কাছ থেকে একাধিক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।