নিজস্ব সংবাদদাতা: বেঙ্গালুরুতে এক মহিলাকে যৌন হেনস্তার অভিযোগে কেরলের কোঝিকোড় থেকে ২৯ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এই যুবককে গ্রেফতার করতে তিন রাজ্যে কর্ণাটক পুলিশ তল্লাশি অভিযান শুরু করে।
প্রসঙ্গত ৩ এপ্রিল রাত ১.৫৫ নাগাদ বেঙ্গালুরুর সুদ্দাগুন্তেপাল্যা এলাকায় যৌন হেনস্তার ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই মহিলা হেঁটে যাচ্ছে। এক ব্যক্তি তাঁদের একজনকে যৌন নির্যাতন করার চেষ্টা করেন। সেই সময় অন্য মহিলা চিৎকার করতে থাকেন। এরপরেই সন্দেহভাজন ওই ব্যক্তি পালিয়ে যায়। এই প্রসঙ্গে বেঙ্গালুরু শহরের পুলিশ কমিশনার বি দয়ানন্দ জানিয়েছেন, ৩০০ টিরও বেশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে নিবিড় তদন্তের পর সন্তোষ নামে অভিযুক্তকে শনাক্ত করা হয়। ওই ব্যক্তিকে খুঁজে বের করতে একাধিক দল গঠন করা হয় পুলিশের। জানা গিয়েছে, ২৬ বছর বয়সী সন্তোষ বেঙ্গালুরুতে একটি জাগুয়ার শোরুমে ড্রাইভার হিসেবে কাজ করেন।
/anm-bengali/media/media_files/1000061382.jpg)
জানা গিয়েছে, ঘটনার পরেই বেঙ্গালুরু থেকে ওই যুবক পালিয়ে তামিলনাড়ুর হোসুর জেলায় পালিয়ে যায়। সেখান থেকে কেরালার কোঝিকোড়ে পালিয়ে যায়।কোঝিকোড়ের এক প্রত্যন্ত অঞ্চলে ওই ব্যক্তি লুকিয়ে ছিল। তিন রাজ্যে তল্লাশি চালানোর পর অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়।