নিজস্ব সংবাদদাতা: এবার স্বাধীন ভারতের বুকে পশ্চিমবঙ্গে একের পর এক সংখ্যালঘু তাণ্ডবের ঘটনায় বড় ট্যুইট করলেন তরুণজ্যোতি তিওয়ারি। ট্যুইটে শোরগোল শুরু হয়েছে। ট্যুইট রইল আপনাদের জন্য-
ধর্ম নয় পাপ, আত্মরক্ষা নয় অপরাধ: আজকের পশ্চিমবঙ্গ ও হিন্দু উদ্বাস্তুদের প্রতি এক জবাবদিহির দাবি
যে সব ঘটি ভাইরা কথায় কথায় বাঙালদের খোঁটা দেন—"তোমরা তো দেশ ছেড়ে পালিয়ে এসেছিলে"—আজ তারা কোথায় দাঁড়িয়ে আছেন, যখন স্বাধীন ভারতের মাটিতে গ্রামের পর গ্রাম হিন্দু উদ্বাস্তু হচ্ছে?… pic.twitter.com/XI6wTmXNYh