নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের হুব্বালিতে পাঁচ বছরের এক শিশুকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছেন। শনিবারদিন কর্ণাটকের হুব্বালিতে একটি পরিত্যক্ত ভবনের বাথরুমে পাঁচ বছরের এক শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃতদেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষরা ক্ষোভে ফেটে পড়তে থাকেন। পুলিশি তদন্তে জানা গিয়েছে, শিশুটিকে খুন করার আগে ধর্ষণ করা হয়।
/anm-bengali/media/media_files/2025/04/13/eBrM7mpWnUtv3QmVSFKC.JPG)
শিশুটির মা অভিযোগে জানিয়েছেন, প্রথমে এক ব্যক্তি তাঁর কন্যা শিশুকে অপহরণ করে। পরে পরিত্যক্ত ওই বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করে। শিশুটির বাড়ি কর্ণাটকের অশোকনগর এলাকায় বলে জানা গিয়েছে।