নিজস্ব সংবাদদাতা:দাম কমে গেল গ্যাসের। এক ধাক্কায় অনেকটাই স্বস্তি পাবেন সবাই। কতটা কমেছে দাম? সিলিন্ডার প্রতি ১৬ টাকা কমল দাম। নিউ ইয়ারে এটাই উপহার। নতুন দাম কার্যকর করা হবে আগামীকাল অর্থাৎ ১ জানুয়ারি থেকেই।
সকাল ৬টা থেকেই নতুন দাম লাগু হবে। এই দাম ডোমেস্টিক সিলিন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই দামটা ১৯ কিলোর বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে লাগু। এর দাম এখন ১৯১১ টাকা। কাল সকালে এর থেকে ১৬ টাকা কম দাম হয়ে যাবে। ওদিকে ডোমেস্টিক সিলিন্ডারের দাম এক থাকছে যা হল ৮২৯ টাকা।