নিজস্ব সংবাদদাতা: তাহাব্বুর রানাকে ভারতে ফিরিয়ে আনার বিষয়ে টুইট করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। টুইটে তিনি বলেন, "২৬/১১ রাতে, আমি মুম্বাইতে ছিলাম এবং তাজে থাকার কথা ছিল। কিন্তু ভাগ্য যেমন চেয়েছিল, পরিকল্পনার পরিবর্তনের কারণে শেষ মুহূর্তে আমি অন্য হোটেলে চলে গিয়েছিলাম। ষোল বছর পর, তাহাব্বুর রানাকে ভারতের মাটিতে ফিরে আসতে দেখে আত্মবিশ্বাসও ফিরে আসে। কঠোর ব্যবস্থা নিতে হবে যাতে যারা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা আক্রমণ করার আগে দুবার ভাবে।"
/anm-bengali/media/media_files/2025/04/08/CfnkFrNhz3rbhRfzjM2r.JPG)