নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশ সফর করতে চলেছেন। এই প্রসঙ্গে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন, "এটা আনন্দের বিষয় যে প্রধানমন্ত্রী মোদী মধ্যপ্রদেশে আসছেন। প্রধানমন্ত্রী মোদী অশোকনগর জেলার ইসাগড় তহসিলের আনন্দপুর ধাম পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে, রাজ্য সরকার রাজ্যের উন্নয়নের জন্য কাজ করছে।"
/anm-bengali/media/media_files/2024/11/25/t5FqfcDAUUfPjVUHoCRO.JPG)