নিজস্ব সংবাদদাতা : দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে সম্প্রতি দিল্লির মন্ত্রী কপিল মিশ্রর বিরুদ্ধে, এফআইআর দায়ের করা হয়েছে আদালতের নির্দেশে। আর এবার এই বিষয়েই মুখ খুললেন আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ।
/anm-bengali/media/media_files/7LdANmkf5TdJ7j2dnvOk.webp)
তিনি বলেন, "গত পাঁচ বছর ধরে দিল্লি পুলিশ কপিল মিশ্রর বিরুদ্ধে কোনও মামলা দায়ের করেনি। এখন আদালতের নির্দেশে এই এফআইআর করা হচ্ছে। কপিল মিশ্রর আর মন্ত্রী থাকার অধিকার নেই। তিনি অবিলম্বে পদত্যাগ করুন।"