নিজস্ব সংবাদদাতা: জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং রাইজিং স্টার কর্পসের সেনারা নিয়াল হিরানগরের সাধারণ এলাকায় একটি যৌথ অভিযান শুরু করেছে। অভিযান চলছে। প্রসঙ্গত, ভারতীয় সেনাবাহিনী খবর পায়, ভারত পাক সীমান্তের জঙ্গলে জঙ্গিরা লুকিয়ে রয়েছে। তারপরেই অভিযান শুরু হয়।
/anm-bengali/media/media_files/FgE1IizI6vksCkOWU2S1.jpg)