নতুন বছরে কৃষকদের উপহার মোদি সরকারের, জানিয়ে দিলেন অশ্বিনী বৈষ্ণো

'এই প্যাকেজের জন্য প্রায় ৩৮৫০ কোটি টাকা খরচ হবে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Modi

File Picture

নিজস্ব সংবাদদাতা: পিএম ফসল বিমা যোজনা সম্পর্কে, কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো এদিন বলেন, “কৃষকরা প্রতি ৫০ কেজি ব্যাগে ১৩৫০ টাকায় DAP পেতে থাকবে, যার দাম অন্যান্য দেশে ৩০০০ টাকার বেশি। এই প্যাকেজের জন্য প্রায় ৩৮৫০ কোটি টাকা খরচ হবে। ২০১৪ সাল থেকে, প্রধানমন্ত্রী মোদিজি নিশ্চিত করেছেন যে কৃষকদের বাজারের ক্ষতির সম্মুখীন হতে হবে না। বাজার ওঠানামার প্রভাব তাঁদের জীবনে পড়বে না। আর সেই কথা রেখেছেন তিনি। ২০১৪-২৪ সার ভর্তুকি ছিল ১১.৯ লক্ষ কোটি টাকা যা ২০০৪-১৪-পর্যন্ত দেওয়া ভর্তুকির দ্বিগুণেরও বেশি”।

Farmers