নিজস্ব সংবাদদাতা : আজ ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ফের একবার সরব হলো ডিএমকে। আর এই বিষয়েই কথা বলতে গিয়ে সংসদে আজ বড় দাবি করলেন ডিএমকে সাংসদ কানিমোঝি। তিনি বলেন, "আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তামিলনাড়ু বিধানসভায় এই বিলের বিরুদ্ধে প্রস্তাব পাস করেছেন। তাই, ডিএমকে সম্পূর্ণ ভাবে এই বিলের বিরোধীতা করবে।"
/anm-bengali/media/media_files/jNqcSsWFMpAecADnYtIG.jpg)
তিনি আরও বলেন, "যদি এই বিষয়ে আজ কোনও আলোচনার সুযোগ আসে, তাহলে আমরা তাতে অবশ্যই অংশগ্রহণ করব এবং এই বিলের বিরোধীতা করব।"