নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সাংসদ মোহাম্মদ জাভেদ এবং এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৫-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদনের বিষয়ে কংগ্রেস নেতা হুসেন দলওয়াই বলেছেন, "এই বিল সংবিধানের ১৫, ২৫, ২৬ এবং ২৯ অনুচ্ছেদের লঙ্ঘন করে। জমি (ওয়াকফ সম্পত্তি) দরগা এবং মসজিদের জন্য এবং এটিকে 'খালি জমি' বলা বিভ্রান্তিকর। বিষয়টি সুপ্রিম কোর্টে তোলা বৈধ এবং জনগণ আইনিভাবে এর বিরুদ্ধে লড়াই করার জন্য এগিয়ে আসবে।"
/anm-bengali/media/post_attachments/dcb7ebbb-58e.png)