নিজস্ব সংবাদদাতা : নাগপুর হিংসা মামলায় এবার বড় আপডেট দিল মহারাষ্ট্র পুলিশ। আজ থেকেই নাগপুর শহরের কোতওয়ালি, তহসিল, গণেশপেঠ ও যশোধরা নগর থানার এলাকায় কারফিউ পুরোপুরি প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার রবীন্দর সিংগল।
/anm-bengali/media/media_files/NZnLvWJcDDAObrD0YAPg.jpg)
আজ বিকেল ৩টা থেকে এই নিষেধাজ্ঞা উঠে যাবে। তবে পরিস্থিতির উপর নজর রাখা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ খুব শীঘ্রই ফের একবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে চলেছে নাগপুর।