BREAKING: নাগপুর হিংসা মামলায় এবার বড় আপডেট ! দেখুন এই মুহূর্তের বড় খবর

নাগপুর হিংসা মামলায় কি বড় তথ্য দিল পুলিশ ?

author-image
Debjit Biswas
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা : নাগপুর হিংসা মামলায় এবার বড় আপডেট দিল মহারাষ্ট্র পুলিশ। আজ থেকেই নাগপুর শহরের কোতওয়ালি, তহসিল, গণেশপেঠ ও যশোধরা নগর থানার এলাকায় কারফিউ পুরোপুরি প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার রবীন্দর সিংগল।

Police

আজ বিকেল ৩টা থেকে এই নিষেধাজ্ঞা উঠে যাবে। তবে পরিস্থিতির উপর নজর রাখা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ খুব শীঘ্রই ফের একবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে চলেছে নাগপুর।