নিজস্ব সংবাদদাতা : এবার মুর্শিদাবাদ হিংসার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা চিন্তা মোহন। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় একসময় কংগ্রেসে ছিলেন। ’৯০-এর দশকের শেষ দিকে, তিনি কংগ্রেস ছেড়ে নিজের ক্ষমতায় বাংলার মুখ্যমন্ত্রী হন। বিজেপি সবসময়ই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আর জি কর ধর্ষণ মামলার ক্ষেত্রেও, তাঁকে ক্ষমতা থেকে হটানোর জন্য নানা সমস্যা তৈরি করেছিল বিজেপি।”
/anm-bengali/media/media_files/2025/04/15/chfYdOqYFq6b0v0RvlbX.jpeg)
ওয়াকফ ইস্যু নিয়ে তিনি বলেন, “এই সবকিছুই বিজেপির তৈরি করা। এগুলির কোনওটাই দেশের স্বার্থে নয়।''