বিজেপির অবস্থান জানা যাবে ব্যালট পেপারে ভোট হলেই! বিস্ফোরক কংগ্রেস

কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে বলেন, বিজেপির অবস্থান জানা যাবে ব্যালট পেপারে ভোট হলেই।

author-image
Tamalika Chakraborty
New Update
mallikarjun kharge editted.jpg

নিজস্ব সংবাদদাতা: দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে সংবিধান দিবসের অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বলেছেন, "এসসি, এসটি, ওবিসি, দরিদ্র সম্প্রদায়ের মানুষের ভোট নষ্ট হয়ে যাচ্ছে। ইভিএম একপাশে রাখুন। আমরা ইভিএম চাই না, আমরা চাই ব্যালট পেপারে ভোট।তাহলে আমরা জানব আপনি কোথায় (বিজেপি-এনডিএ) অবস্থান। আমাদের দলের পক্ষে প্রচার শুরু করা উচিত, আমরা সবাইকে এবং সমস্ত দলকে অনুরোধ করতে চাই, রাহুল গান্ধীর নেতৃত্বে আমাদের উচিত ভারত জোড়া যাত্রার মতোই (একটি সমাবেশ) করা। আমরা ব্যালট পেপার চাই।"