নিজস্ব সংবাদদাতা: চিরাগ পাসওয়ান এনডিএ-তে থাকছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। অমিত শাহ তাঁকে এনডিএ-তে থাকার বিষয়ে একাধিক প্রুতিশ্রুতি দিয়েছেন বলে জানা গিয়েছে। চিরাগ পাসোয়ান সব সময় যে কোনও পরিস্থিতিতে বিজেপির সঙ্গে ছিলেন। তেজস্বী যাদব তাঁকে ৮টি আসনের প্রস্তাব দিয়েছিলেন বলে জানা গেছে। চিরাগ পাসোয়ান এবং জেডিইউ-এর সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে আলোচনা করেছেন বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/media_files/SiGUojOHIFh55eI6fURp.jpg)
/anm-bengali/media/media_files/n9xgixWS9bXMKS0UwBc6.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/media_files/OMe5KC4gRIGg7GRfBp5U.jpeg)
/anm-bengali/media/media_files/ZBgBQaC3IdHyZJChroMF.jpg)
/anm-bengali/media/media_files/YfzDzo9pe6SqSUn8ShrB.jpeg)