এনডিএ-এর জন্য সুখবর! কী সিদ্ধান্ত নিলেন চিরাগ পাসওয়ান

এনডিএতে সব সময় চিরাগ পাসওয়ান ছিলেন। তেজস্বী যাদব তাঁকে লোকসভা নির্বাচনে আটটি আসনে লড়াইয়ের প্রস্তাব দিয়েছিলেন। চিরাগ পাসওয়ান সেই প্রস্তাব ফিরিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন।

author-image
Tamalika Chakraborty
New Update
chirag and modi.jpg

নিজস্ব সংবাদদাতা: চিরাগ পাসওয়ান এনডিএ-তে থাকছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। অমিত শাহ তাঁকে এনডিএ-তে থাকার বিষয়ে একাধিক প্রুতিশ্রুতি দিয়েছেন বলে জানা গিয়েছে। চিরাগ পাসোয়ান সব সময় যে কোনও পরিস্থিতিতে বিজেপির সঙ্গে ছিলেন। তেজস্বী যাদব তাঁকে ৮টি আসনের প্রস্তাব দিয়েছিলেন বলে জানা গেছে। চিরাগ পাসোয়ান এবং জেডিইউ-এর সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে আলোচনা করেছেন বলে জানা গিয়েছে। 

AAMIT SHAHH.jpg

pm modi dfs.jpg

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg