নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে আবেদনের শুনানির পর সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ সম্পর্কে সমাজবাদী পার্টির সাংসদ জিয়া উর রহমান বারক বলেন, "আবেদনের দাবির এখনও উত্তর দেওয়া হয়নি, তবে আমরা সুপ্রিম কোর্টের আদেশে সন্তুষ্ট। আমরা চেষ্টা করব আসন্ন শুনানিতে বাকি বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হোক এবং আমরা সম্পূর্ণ স্বস্তি পাই... সংসদে আমাদের আবেদনের উত্তর না দেওয়ায় আমরা আদালতের দ্বারস্থ হয়েছি...।"
/anm-bengali/media/media_files/2025/04/10/8IWq51NqwdqznEEttaIf.jpeg)