জবাব দিতে হবে রাহুল-সোনিয়াকে ! ন্যাশনাল হেরাল্ড ইস্যুতে কংগ্রেসকে কড়া বার্তা দিলেন অনুরাগ ঠাকুর

ন্যাশনাল হেরাল্ড মামলা প্রসঙ্গে বড় প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর।

author-image
Debjit Biswas
New Update
anurag thakurrr.jpg

নিজস্ব সংবাদদাতা : ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ইডির চার্জশিট প্রসঙ্গে,আজ বেশকিছু কড়া প্রশ্ন তোলেন  বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। তিনি বলেন, “১৯৩৮ সালে জওহরলাল নেহরু যে পত্রিকা শুরু করেছিলেন, ২০০৮ সালে তা না চলায়, ২০১০-এ 'ইয়ং ইন্ডিয়ান' নামে একটি কোম্পানি তৈরি করে, কেন তার ৭৬% মালিকানা সোনিয়া ও রাহুলের হাতে চলে গেল ?” তিনি এই বিষয়টিকে একটি  "খোলা লুট" বলে মন্তব্য করেন।

Rahul Gandhi sad kl.jpg

এরপর অনুরাগ ঠাকুর আরও প্রশ্ন তোলেন যে, “কংগ্রেস কি কোনও প্রতিষ্ঠানকে ঋণ দিতে পারে বা ঋণ মাফ করতে পারে ? যে জমি সংবাদপত্র চালানোর জন্য ছাড়ে দেওয়া হয়েছিল, তা পরে ভাড়া দিয়ে কোটি টাকা আয় করা হয়েছে, সে টাকা কার কাছে গেছে ?”