নিজস্ব সংবাদদাতা : ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ইডির চার্জশিট প্রসঙ্গে,আজ বেশকিছু কড়া প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। তিনি বলেন, “১৯৩৮ সালে জওহরলাল নেহরু যে পত্রিকা শুরু করেছিলেন, ২০০৮ সালে তা না চলায়, ২০১০-এ 'ইয়ং ইন্ডিয়ান' নামে একটি কোম্পানি তৈরি করে, কেন তার ৭৬% মালিকানা সোনিয়া ও রাহুলের হাতে চলে গেল ?” তিনি এই বিষয়টিকে একটি "খোলা লুট" বলে মন্তব্য করেন।
/anm-bengali/media/media_files/vMP6pvtm9PNRO9t1tbAE.jpg)
এরপর অনুরাগ ঠাকুর আরও প্রশ্ন তোলেন যে, “কংগ্রেস কি কোনও প্রতিষ্ঠানকে ঋণ দিতে পারে বা ঋণ মাফ করতে পারে ? যে জমি সংবাদপত্র চালানোর জন্য ছাড়ে দেওয়া হয়েছিল, তা পরে ভাড়া দিয়ে কোটি টাকা আয় করা হয়েছে, সে টাকা কার কাছে গেছে ?”