নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস শাসিত কর্ণাটক রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের গ্যাস ও পেট্রোলের দাম বৃদ্ধির বিরুদ্ধে বেঙ্গালুরুতে বিক্ষোভ করছে। কর্ণাটকের মন্ত্রী এইচ কে পাতিল বলেছেন, "মানুষ কষ্ট পাচ্ছে। পেট্রোল ও গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে... আমরা জনগণের বেদনা প্রকাশ করছি... (কেন্দ্রীয় সরকার) জনগণের স্বার্থে এই ভার বহন করা উচিত ছিল..." কর্ণাটক রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, "কিন্তু তা খুবই কম ছিল। তা অনিবার্য ছিল।"
/anm-bengali/media/media_files/2025/02/01/mbF8EK36zoB2CbaWK6WC.jpg)