নিজস্ব সংবাদদাতা : ২০২৪ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে নাগপুর সাউথ-ওয়েস্ট বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। কিন্তু তারপরেই তার এই জয়কে চ্যালেঞ্জ করে একটি মামলা দায়ের করা হয় বোম্বে হাই কোর্টে। আর এবার ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে দেবেন্দ্র ফড়নবীশের জয়কে চ্যালেঞ্জ করে দায়ের করা এই আবেদনের প্রেক্ষিতে, বোম্বে হাই কোর্ট একটি সমন জারি করেছে।
/anm-bengali/media/media_files/NsjmdhLBaoM80jQwx3Z9.JPG)
বোম্বে হাই কোর্ট নির্ধারিত সময়ের মধ্যে ফড়নবীশকে তার উত্তর জানানোর নির্দেশ দিয়েছে। এই মামলাটি নিয়ে এখন মহারাষ্ট্রের রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়নের সৃষ্টি হয়েছে।