নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: নয়াগ্ৰামে ফের হাতির মৃত্যুর ঘটনা ঘটল। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বড়ঝরিয়া, বড়শোল এলাকায় রহস্যজনকভাবে ধান জমির কাছ থেকে উদ্ধার হল একটি মৃত হাতি। ঘটনায় বন দফতরের প্রতি উদাসীনতার অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় মানুষ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে জঙ্গল লাগোয়া জমিতে চাষের কাজ করতে গিয়ে স্থানীয় মানুষের নজরে আসে এলাকায় দুটো হাতি ঘোরাফেরা করছে। পরে হাতি দুটোকে তাড়িয়ে দিতেই দেখা যায় ধান জমির একেবারে কাছে একটি হাতি মৃত অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে বন দফতরে খোঁজ দেন স্থানীয়রা। খবর পেয়ে বন দফতরের লোকজন হাতিটিকে উদ্ধার করে। পাশাপাশি হাতিটির মৃত্যু কীভাবে হল তার জন্য ময়নাতদন্তের ব্যবস্থা করে তা জানার চেষ্টা করছে তারা। তবে বার বার নয়াগ্ৰাম এলাকায় হাতির মৃত্যুর ঘটনায় বন দফতরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এলাকাবাসীর দাবি, হাতি প্রতিদিন এলাকায় ক্ষয়ক্ষতি করলেও হাতি তাড়াতে বন দফতরের কোনও ভূমিকা নেই। গ্রামবাসীদের হাতি তাড়ানোর জন্য কোনও সামগ্রী দেওয়া হয় না।