নিজস্ব সংবাদদাতা : এবার ওয়াক্ফ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলা শুনানি প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানালেন এআইএমআইএম(AIMIM) সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেন, “আমরা এই আইনকে অসাংবিধানিক বলে মনে করি। আদালত বলেছে, কেন্দ্রীয় ও রাজ্য ওয়াক্ফ কাউন্সিল গঠন করা যাবে না এবং ‘ব্যবহারজনিত ওয়াক্ফ’ (Waqf by user) মুছে ফেলা যাবে না।”
/anm-bengali/media/media_files/dM3nQMzvCFpRAoTFLlpn.jpg)
তিনি জানান, ''যৌথ সংসদীয় কমিটির (JPC) আলোচনায় আমি সরকারের সব সংশোধনের বিরোধিতা করে রিপোর্ট দিয়েছিলাম, এবং সংসদ বিতর্কেও এই বিলকে অসাংবিধানিক বলে দাবি করেছিলাম।'' এরপর ওয়াইসি আরও বলেন, “আমাদের আইনি লড়াই এই আইনের বিরুদ্ধে অব্যাহত থাকবে।”