নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আবেদন ফের খারিজ করল বিশেষ সিবিআই আদালত। বৃহস্পতিবার বিচারক শুভেন্দু সাহার এজলাসে এই মামলার রায়দান হয়, যেখানে ফের একবার জানিয়ে দেওয়া হয় - এই মুহূর্তে জামিনের কোনও প্রশ্নই নেই।
বিচারকের পর্যবেক্ষণে বলা হয়েছে, তদন্ত এখনও গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এবং পার্থ চট্টোপাধ্যায়ের মতো একজন প্রভাবশালী ব্যক্তি জামিনে মুক্তি পেলে তদন্ত প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারেন। সেই কারণেই তাঁকে জামিন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/02/14/ckEdQqjBcxemAQyuJaSD.jpg)
যদিও প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীরা আদালতে তাঁর শারীরিক অবনতি-র বিষয়টি তুলে ধরেন। তবুও বিচারক তাতে সহানুভূতির বদলে আইন ও তদন্তের গুরুত্বকে অগ্রাধিকার দেন। এর আগেও হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে জামিন আবেদন খারিজ হয়েছিল। আর এবার বিচারক শুভেন্দু সাহার এজলাসে খারিজ হয়ে গেল জামিনের আবেদন।