নিজস্ব সংবাদদাতা : এবার ২৬/১১ মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানার ভারতে প্রত্যর্পণ নিয়ে বড় মন্তব্য করলেন, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রন্ধীর জয়সওয়াল। তিনি বলেন, "পাকিস্তান যতই চেষ্টা করুক, বিশ্ব সন্ত্রাসের কেন্দ্রবিন্দু হিসেবে তাদের বদনাম এত সহজে মুছে যাবে না।''
/anm-bengali/media/media_files/wTOxI2LXssThxZgBKLhj.jpg)
এরপর তিনি বলেন, ''তাহাউর রানার প্রত্যর্পণ আরও একবার পাকিস্তানকে মনে করিয়ে দিয়েছে, যে তারা মুম্বাই হামলার অন্যান্য অভিযুক্তদের এখনও রক্ষা করছে এবং আমরা জানি যে তাদের বিচারের আওতায় আনা খুবই জরুরি।"