দূষণ : ৭০ শতাংশ! সামনে এল বড় তথ্য

দিল্লির দূষণের মাঝে উঠে এল বড় তথ্য। শিশুদের মধ্যেও বাড়ছে অসুস্থতা।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : বায়ু দূষণের প্রেক্ষাপটে এবার বড় তথ্য সামনে আনলেন বিজেপি সাংসদ  গৌতম গম্ভীর। দূষণ নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান,"শুধু দীপাবলির সময় নয়, সারা বছরই আমাদের দূষণের বিষয়টি নিয়ে কথা বলা উচিত। দিল্লি সরকারকে পরিকাঠামোর জন্য ব্যয় করতে হবে। গত ৯ বছরে, ধুলো দূষণ নিয়ে কোনও কাজ করা হয়নি। ক্লিনার বা ছিটানো মেশিন আনা হয়েছিল, এবং কোনও কৃত্রিম বৃষ্টিপাত করা হয়নি। দিল্লিতে ৭০ শতাংশ শিশু নেবুলাইজারে রয়েছে।"