নিজস্ব সংবাদদাতা:২০২৫-২৬ সালের রাজ্য বাজেট সম্পর্কে ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা দিলেন বড় তথ্য। তিনি বলেছেন, "আমি বিশ্বাস করি যে এবার বাজেট যেভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে দ্রুততার সাথে কাজ সম্পন্ন হবে। এবার পেট্রোলের দাম কমানো হয়েছে। কিছু করও কমানো হয়েছে... এই বাজেট বস্তারে নকশালবাদের অবসানে খুবই কার্যকর প্রমাণিত হতে চলেছে"।