বিচারপতির বাড়ির কাছে আবর্জনা থেকে মিলল পোড়া ৫০০ টাকার নোট! দেখুন ভিডিও

দিল্লির বিচারপতির বাড়ির কাছে আবর্জনা থেকে মিলল পোড়া ৫০০ টাকার নোট।

author-image
Tamalika Chakraborty
New Update
delhi high court judge

নিজস্ব সংবাদদাতা: দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার সরকারি বাসভবনের কাছেই আবর্জনা ও গাছের শুকনো ঝরা পাতার স্তূপের মধ্যে মিলল আধপোড়া নোটের টুকরো অংশ। সেগুলি ৫০০ টাকার নোটের অংশ বলেই দাবি করা হচ্ছে।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার মধ্য়েই পড়ে রয়েছে শুকনো ঝরা পাতা। আর, সেই পাতার মধ্যেই ঢুকে রয়েছে পোড়া নোটের টুকরো অংশ। সেগুলিকে হাতে তুলেও দেখানো হয় ক্যামেরায়।

delhi high court judge 2

দাবি করা হচ্ছে, যে স্থানে এই ভিডিয়ো রেকর্ড করা হয়েছে, সেটি বিচারপতি যশবন্ত বর্মার বাড়ির কাছেই একটি জায়গা! আরও বলা হচ্ছে, রাস্তা ঝাঁট দেওয়ার সময় সাফাইকর্মীরা নাকি ওই নোটের পোড়া অংশ প্রথম দেখতে পান।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, অন্য়ান্য দিনের মতোই রবিবারও বিচারপতি বর্মার বাড়ির সামনে এবং আশপাশের রাস্তা ঝাঁট দিচ্ছিলেন সাফাইকর্মীরা। তখনই তাঁদের নজরে আসে আবর্জনার স্তূপ ও ঝরা পাতার মধ্যে পড়ে রয়েছে পোড়া নোটের ওই টুকরো অংশগুলি।

 

রবিবার (২৩ মার্চ, ২০২৫) দুপুরে সংবাদ সংস্থা এএনআই-এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ২৯ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করা হয়। তাতে দেখা যাচ্ছে - রাস্তার মধ্য়েই পড়ে রয়েছে শুকনো ঝরা পাতা। আর, সেই পাতার মধ্যেই ঢুকে রয়েছে পোড়া নোটের টুকরো অংশ। সেগুলিকে হাতে তুলেও দেখানো হয় ক্যামেরায়।

দাবি করা হচ্ছে, যে স্থানে এই ভিডিয়ো রেকর্ড করা হয়েছে, সেটি বিচারপতি যশবন্ত বর্মার বাড়ির কাছেই একটি জায়গা! আরও বলা হচ্ছে, রাস্তা ঝাঁট দেওয়ার সময় সাফাইকর্মীরা নাকি ওই নোটের পোড়া অংশ প্রথম দেখতে পান।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, অন্য়ান্য দিনের মতোই রবিবারও বিচারপতি বর্মার বাড়ির সামনে এবং আশপাশের রাস্তা ঝাঁট দিচ্ছিলেন সাফাইকর্মীরা। তখনই তাঁদের নজরে আসে আবর্জনার স্তূপ ও ঝরা পাতার মধ্যে পড়ে রয়েছে পোড়া নোটের ওই টুকরো অংশগুলি।