নিজস্ব সংবাদদাতা : এবার আসাম রাজ্যের অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে বড় দাবি করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন,''আসাম এখন অর্থনৈতিক দিক থেকে,ভারতের তৃতীয় দ্রুততম বৃদ্ধির রাজ্য। আসামের জিডিপি (GDP) বৃদ্ধির হার এখন প্রায় ৭.৯৪% (স্থায়ী মূল্যে)।"
/anm-bengali/media/media_files/W5lmDPkTdV4pFxo1WNb4.jpg)
তিনি আরও উল্লেখ করেন যে, "বিনিয়োগবান্ধব শিল্প নীতি, পরিকাঠামো, প্রতিষ্ঠান ও মানব সম্পদের উপর ধারাবাহিক বিনিয়োগই এই উন্নয়নের মূল চালিকা শক্তি। কয়েক বছর আগেও এই বৃদ্ধি কল্পনাতীত ছিল।"