নিজস্ব সংবাদদাতা: স্কুলে নয়। রাস্তায় আন্দোলনে নামলেন মেদিনীপুরের শিক্ষক-শিক্ষিকারাও। ভলান্টারি সার্ভিসে "না"। সবেতন চাকরিতে ফেরার দাবিতে বিক্ষোভ দেখালেন তাঁরা। মিছিল থেকে উঠল স্লোগান। তৈরি হল মানববন্ধন।