নিজস্ব সংবাদদাতা: 'মুদ্রা যোজনা'র সুবিধাভোগীদের তাঁর বাসভবনে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেছেন, "আমার বাসভবনে আসার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমাদের ধর্মগ্রন্থে বলা হয়েছে যে যখন কোনও বাড়িতে অতিথি আসেন, তখন ঘরটি পবিত্র হয়ে ওঠে, তাই আমি আপনাদের সকলকে স্বাগত জানাই...। "
/anm-bengali/media/media_files/2025/02/08/jmj5AzzGTnFR4aj2Htfe.webp)